২২ জানুয়ারি উদ্বোধন । রামমন্দির ঘিরে দেশে-বিদেশে উন্মাদনার শেষ নেই । কয়েকদিন আগেই জানা গিয়েছিল, রামের প্রাণপ্রতিষ্ঠার দিনই সন্তানের জন্ম দিতে চাইছেন হবু মায়েরা । বিশেষ করে উত্তরপ্রদেশে বেশিরভাগ অন্তঃসত্ত্বা সেই আর্জি জানিয়েছেন বলে খবর । এবার রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বড় ঘোষণা করল কর্নাটকের একটি বেসরকারি হাসপাতাল । জানা গিয়েছে, ১৮-২২ জানুয়ারির মধ্যে যাঁরা সন্তানের জন্ম দেবেন,তাঁদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে ।
কর্নাটকের বিজয়পুরার জেএসএস সুপার স্পেশালিটি হাসপাতালে এই সুবিধা মিলবে । হাসপাতালটি পরিচালনা করে 'শ্রী সিদ্ধেশ্বর লোকা কল্যাণ চ্যারিটেবল ট্রাস্ট' । তাঁরাই বিনামূল্যে পরিষেবা দেওয়ার ঘোষণা করেছেন ।
হাসপাতালের একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ১৮ জানুয়ারি থেকে শুরু করে ২২ জানুয়ারি পর্যন্ত তাঁদের হাসপাতালে বিনামূল্যে হবু মায়েদের ডেলিভারি হবে । রামমন্দির উদ্বোধন, মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, এটাই বিশাল উপলক্ষ, যেখানে তাঁরা একটা অবদান রাখতে চান । সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন । ইতিমধ্যেই রামমূর্তি মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে । সোমবার মন্দির উদ্বোধনের দিনই রামমূর্তির প্রাণপ্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।