মণিপুর থেকে আরও এক নৃশংস ঘটনার কথা প্রকাশ্যে এল । স্বাধীনতা সংগ্রামী এস চূড়াচাঁদের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। ৮০ বছর বয়সী ওই বৃদ্ধার নাম ইবেটোমবি।
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন এস চূড়াচাঁদ। একটি সংবাদমাধ্যমে প্রকাশ ২৮ মে কাকচিং জেলার সেরোও গ্রামে হামলা চালায় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। অভিযোগ, সেসময় একটি বাড়িতে বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেসময় ওই বাড়িতেই ছিলেন স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী।
Read More- উত্তপ্ত মণিপুর, রাজ্য বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনতে পারে তৃণমূল
এই প্রসঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় মৃতার নাতি জানিয়েছেন,ঘটনার সময় সেখানেই ছিলেন তিনি। ঠাকুমাকে বাঁচাতে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি চালানোর ঘটনায় তাঁর হাতে গুলি লেগেছে বলে জানা গিয়েছে।