ফাইনালের আগের রাত । কঠোর পরিশ্রম করে চলেছেন একটা মেয়ে । জগিং, স্কিপিং এবং সাইক্লিং কিছু বাদ দেননি । এক রাতে ২ কেজি ওজন কমাতেই হবে । সোনা-র স্বপ্ন দেখেছেন, দেখিয়েছেন যে । ওজন কমানোর জন্য চুলও কেটে ফেলেছিলেন । কিন্তু, শেষরক্ষা হল না । ওজন তো কমল, কিন্তু, পুরোটা নয় । বুধবার সকালে যখন তাঁর ওজন মাপা হল, তখন ফোগাতের ওজন ছিল ১ কেজি ৯০০ গ্রাম । মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকায়, আর ফাইনালে খেলা হল না ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগাতের । সোনা তো পেলেনই না, রুপোও হাতছাড়া হল । অলিম্পিক থেকেই বাতিল হয়ে গেলেন ফোগাত । ভেঙে পড়েছেন ক্রীড়াবিদ । হাসপাতালে ভর্তি রয়েছেন । ফোগাতের সঙ্গে স্বপ্ন ভেঙেছে দেশবাসীরও। চোখে জল বলিউড তারকাদেরও । এই কঠিন সময়ে ভিনেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন আলিয়া, করিনা থেকে ফারহান আখতাররা । গোটা ঘটনায় অনেকে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন ।
সোশ্যাল মিডিয়ায় তাপসী পান্নু লেখেন, 'হৃদয়বিদারক ঘটনা । কিন্তু সোনার বাইরেও এই মহিলা নিজের নাম উজ্জ্বল করেছেন ।' সোনাক্ষী লেখেন, 'অবিশ্বাস্য!আমি কল্পনা করতে পারছি না এখন কেমন অনুভব করছ তুমি । কী বলব আমি জানি না । শুধু এটাই বলতে চাই, তুমি চ্যাম্পিয়ন ছিলে, আছ আর থাকবে ।'
ফারহান আখতার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন । ক্যাপশানে অভিনেতা-পরিচালক লিখেছেন,'প্রিয়, ভিনেশ ফোগাত, তুমি কতটা বিধ্বস্ত, সেটা বোঝার চেষ্টা করছে সকলে । এভাবে তোমার অলিম্পিক সফরটা শেষ হওয়ায় আমার মন ভেঙে গেল । তবে জেনে রেখো, তোমার জন্য এবং তোমার অবদানের জন্য আমরা সকলে গর্বিত । তুমি লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণা । সত্যিকারের চ্যাম্পিয়ন।'
সামান্থা লেখেন, 'মনে রেখো, তুমি একা নও, সর্বশক্তিমান তোমার উপর নজর রাখছে । এত প্রতিকূলতার মাঝেও তোমার টিকে থাকার লড়াই সত্যিই প্রশংসনীয় । তোমার হার-জিত প্রত্যেক মুহূর্তে আমরা তোমার সঙ্গে রয়েছি ।'
আলিয়া ভাট লেখেন, 'তুমি দেশের গর্ব । তোমার কাছ থেকে দক্ষতা, কর্মক্ষমতা এবং সাহস কেড়ে নেওয়া কারওর পক্ষে সম্ভব না। তোমার মন ভেঙেছে, তোমার সঙ্গে আমাদেরও কষ্ট হচ্ছে । তুমিই সোনা, তুমিই লোহা এবং তুমিই স্টিল... সবকিছুই। তোমার থেকে এগুলো কেউ কেড়ে নিতে পারবে না । তোমার মতো কেউ নেই ।' ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন স্বরা ভাস্কর । তাঁর প্রশ্ন, '১০০ গ্রাম ওজন বেশির গল্পটা কারা বিশ্বাস করছেন ?'
এদিকে, টলিউডের মিমি চক্রবর্তীও বিনেশের পাশে দাঁড়িয়েছেন । পোস্ট করে লিখেছেন, 'তুমি আমাদের চ্যাম্পিয়ন ।'