দাম কমার কোনো লক্ষণই নেই, বরং গত এক সপ্তাহের ধারাবাহিকতা বজায় রেখে বুধবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol and Diesel price hike) । এই নিয়ে গত ন' দিনে আট বার জ্বালানি তেলের দাম বাড়ল ।
আজকে কলকাতায় একলাফে ৮৪ পয়সা দাম বাড়ানো হয় পেট্রলের। ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা।
কলকাতায় পেট্রলের নতুন দাম প্রতি লিটারে ১১০.৫২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.৪২ টাকা। দাম এইভাবে বাড়তে থাকলে আর কয়েকদিনের মধ্যেই ডিজেলের দামও ১০০ পার করবে ।
রাজধানি দিল্লি, মুম্বই, চেন্নাই সব জায়গাতেই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। টানা সাড়ে চার মাস পর ২২ মার্চ থেকে জ্বালানির দাম বাড়তে শুরু করে সারা দেশে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করার কয়েকদিন আগে থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। রাষ্ট্রীয় মালিকানাধীন খুচরো জ্বালানি বিক্রেতারা যখন দৈনিক মূল্য সংশোধন বন্ধ করে, তখন ২০২১ সালের নভেম্বরের শুরুতে অপরিশোধিত তেলের ব্যারেলের দাম ছিল ৮২ মার্কিন ডলার। এখন এর দাম ১০০.৭১ মার্কিন ডলার।