আসন্ন জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে সাজো সাজো রব রাজধানী দিল্লিতে। ইতিমধ্যেই নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এমনকি এই আন্তর্জাতিক বৈঠকের জন্য বাতিল করা হয়েছে একাধিক বিমান।
দিল্লি ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট লিমিটেড শনিবার জানিয়েছে, এই সম্মেলনের জন্য আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে মোট ৮০ টি প্রস্থানকারী বিমান এবং ৮০টি আগমনকারী ডোমেস্টিক ফ্লাইট বাতিল করার অনুরোধ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন - মিশন গগনযান, এবার মহাকাশে যাবে রোবট মানবী 'ব্যোমমিত্র'
তবে, এও জানানো হয়েছে এই ১৬০ টি বিমান দিল্লি বিমানবন্দরের বিমান শতাংশের মাত্র ৬ শতাংশ। ফলে এই কারণে যাত্রীদের কোনও রকম অসুবিধা হবে না।