মোহনদাস করমচাঁদ গান্ধী (Mhatma Gandhi)। নামই যথেষ্ট। তিনি তো কেবল ভারতের 'জাতির জনক' (Father Of the Nation) নন। গোটা বিশ্বের কাছেই তিনি এক কিংবদন্তী ব্যক্তিত্ব। ২ অক্টোবর দেশে এবং বিদেশে পরম শ্রদ্ধায় পালিত হয় গান্ধী জয়ন্তী। রাষ্ট্রসংঘের উদ্যোগে এই দিনটি পালিত হয় আর্ন্তজাতিক অহিংসা দিবস হিসাবে।
১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দরে মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্ম। দক্ষিণ আফ্রিকার মাটিতে গান্ধী অহিংস পথে লড়াই করেছেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে। ভারতে ফিরে নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে। অহিংস অসহযোগ আন্দোলনের তিনিই স্রষ্টা। তাঁর ডাকে উদ্বেলিত হয়েছিলেন কোটি কোটি ভারতবাসী৷ ভারতের ইতিহাস মহাত্মাকে বাদ দিয়ে রচিতই হয়না। আজীবন তিনি ধর্মে ধর্মে ভেদাভেদ, জাতিভেদ প্রথা, শোষণ এবং হিংসার বিরুদ্ধে লড়াই করেছেন। কালের গহ্বরে এখনও অমলিন গান্ধীবাদ।
ভারতীয় টাকায় গান্ধীজির ছবি দেওয়া শুরু হল কবে থেকে? ১৯৪৭ সালে স্বাধীনতার পরপর কি? মহাত্মা গান্ধী প্রথমবার ভারতীয় মুদ্রায় স্থান পান ১৯৬৯ সালে। গান্ধীর জন্ম শতবর্ষে ভারতীয় টাকার একটি বিশেষ সিরিজ প্রকাশ করা হয়েছিল। তারপরে, ১৯৮৭-র অক্টোবরে গান্ধীজির ছবি-সহ ৫০০ টাকার নোটের একটি সিরিজ চালু করা হয়েছিল।