গঙ্গার নামে প্রমোদতরী আটকে গেল গঙ্গাতেই! গত সপ্তাহেই গঙ্গাবিলাস ক্রুজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫১ দিনের যাত্রার তৃতীয় দিনেই বড় বাধার সম্মুখীন হল সেই ক্রুজ! বিহারের ছাপরায় গঙ্গার অগভীর জলে হঠাৎই আটকে যায় এই ক্রুজ। চিরান্দের প্রত্নক্ষেত্রে নোঙর ফেলার কথা ছিল ওই ক্রুজটির। কিন্তু, ওই জেলার দরিগঞ্জ এলাকার কাছে গঙ্গার পলিমাটিতে আটকে যায় গঙ্গাবিলাস ক্রুজ।
উল্লেখ্য, ছাপরা থেকে ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত চিরান্দ সারান। যাকে জেলার সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্নক্ষেত্র হিসেবে ধরা হয়।
যদিও, গঙ্গায় ক্রুজ আটকে গেলেও যাত্রীদের কোনও সমস্যা হয়নি বলেই জানাচ্ছে প্রশাসন।
যাত্রীদের নির্বিঘ্নে চিরান্দ পৌঁছে দেওয়ার জন্য রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি ছোট নৌকাকে নিয়ে আসা হয়। সেই নৌকা করেই যাত্রীদের নিরাপদে পারে নিয়ে যাওয়া হয় বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।
অন্যদিকে, এই সংক্রান্ত যাবতীয় খবরকে ‘ভুয়ো’ বলে উড়িয়ে দিল প্রমোদ তরীটির পরিচালন সংস্থা এক্সোটিক হেরিটেজ গ্রুপ।
এই সংস্থার পক্ষ থেকে বলা হয়, গঙ্গার মূল প্রবাহপথ ধরেই এগিয়েছে গঙ্গাবিলাস। গঙ্গাবিলাসের মতো বড় জাহাজের নদীর তীর ধরে এগোনো সম্ভব নয়।