পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদের পুত্র আসাদ এবং তাঁর সঙ্গী গুলাম। প্রয়াগরাজের উমেশ পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আসাদ এবং গুলামকে ধরিয়ে দিতে পারলে ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। ‘ওয়ান্টেড’ এই দুই অপরাধী ‘এনকাউন্টারে’ প্রাণ হারায় বলে পুলিশ জানিয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজে নিজের বাড়ির সামনে খুন হন বিধায়ক রাজু পালের একমাত্র সাক্ষী উমেশ পাল। তাঁকে গুলি করে খুন করা হয়েছিল। এই ঘটনাতেই অভিযুক্ত ছিলেন আতিক এবং তার দল। ঝাঁসিতেরাজ্যের এসটিএফের সঙ্গে গুলির লড়াই হয় আসাদ এবং গুলামের, সেই সংঘর্ষেই মৃত্যু হয় তাঁদের।