কেকেআরের মেন্টর হয়েছেন। সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেন গৌতম গম্ভীর। পূর্ব দিল্লি কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী ছিলেন। নিজের অনুরাগীদের টুইটারে গম্ভীর জানালেন, ক্রিকেটের প্রতি তিনি দায়বদ্ধ থাকতে চান। বিজেপির প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন গম্ভীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেো ধন্যবাদ জানান গম্ভীর।
২০১৯ সালের মার্চ মাসে বিজেপি-তে যোগ দেন গৌতম গম্ভীর। দিল্লি বিজেপির অন্যতম মুখ ছিলেন তিনি। পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রে বড় ব্যবধানে জয়ও পান তিনি। এদিন টুইটারে গম্ভীর জানিয়েছেন, "দলের প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে রাজনৈতিক দায়িত্ব নিয়ে অনুরোধ করেছি। ক্রিকেটের দায়িত্ব নিয়ে ফোকাস কতে চাই। আমাকে মানুষের জন্য কাজ করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ।"