Gay couple exchanges ring:সমাজ, পরিবারের চোখরাঙানি পেরিয়ে অবশেষে আংটি বদল,দুই সমকামী যুগলের ভালবাসার গল্প

Updated : Dec 06, 2022 15:52
|
Editorji News Desk

যুগ বদলেছে । আধুনিক হচ্ছে পৃথিবী । কিন্তু কিছু ধ্যানধারণা আজও বদলাতে পারেনি মানুষ । এই যেমন সমকামী সম্পর্ক (Gay Couple) । আজও তা সমাজে স্বীকৃত নয় । দুই নারী কিংবা দুই পুরুষের মধ্যে সম্পর্ককে এখনও বাঁকা চোখে দেখে মানুষ । একটা সুস্থ, ভালবাসার সম্পর্ক গড়ে তুলতে গিয়ে হাজারও বাধার সম্মুখীন হতে হয়, সে সামাজিকই হোক কিংবা পারিবারিক । ঠিক যেমন  আধিলা নাসারিন (Adhila Nasarin) এবং ফতিমা নুরা (Fatima Noora) । একে অপরকে ভালবাসেন । কিন্তু, পরিবার, সমাজ মেনে নিতে চায়নি তাঁদের সম্পর্ককে (Same Sex Relation) । কিন্তু, হার মানেননি তাঁরা। সামাজিক, আইনি সব বাধা পেরিয়ে তাঁরা সম্প্রতি আংটি বদল করেছেন । তার ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল । ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা রয়েছে তাঁদের ।

আধিলা নাসারিন এবং ফতিমা নুরার গল্পটা শুরু হয়েছিল সৌদি আরবে । তাঁরা তখন দ্বাদশ শ্রেণির ছাত্রী । সেইসময় তাঁরা একে অপরের প্রতি আকৃষ্ট হন । সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের গভীরতা আরও বাড়ে । উচ্চশিক্ষার জন্য দু'জনেই ভারতের কেরলে চলে আসেন । সেইসময় তাঁরা একসঙ্গেই থাকছিলেন । কিন্তু, কোনওভাবে তাঁদের সম্পর্কের কথা জানতে পারেন ফতিমার মা-বাবা । তারপরেই ঝামেলা শুরু । দু'জনেরই পরিবার সম্পর্কটাকে মেনে নেয়নি । অনেক বকাঝকা, চোখরাঙানির পরেও কোনও কাজ হয়নি । এমনকী, দু'জনের বাড়ি থেকে পাত্র দেখাও শুরু হয়েছিল । ঠিক সেইসময় দু'জনেই চেন্নাইয়ে চাকরি পান । বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন । চেন্নাইয়ে লিভ ইন করা শুরু করেন । 

আরও পড়ুন, Bihar Gang rape: রক্ষকই ভক্ষক! প্রধান শিক্ষক সহ ৫ জন মিলে গণধর্ষণ করল নাবালিকাকে
 

বেশিদিন তাঁদের একসঙ্গে থাকা হয়নি । চেন্নাইয়ে এলজিবিটিকিউ গোষ্ঠী পরিচালিত একটি হোমে আশ্রয় নেন ফতিমা এবং আধিলা । কোনওভাবে তা জানতে পেরে যায় তাঁদের পরিবার । হোমে পুলিশের পাশাপাশি তাঁদের পরিবারও আসে । নিয়ে যায় তাঁদের মেয়েকে । কিন্তু, আবারও ব্যর্থ প্রচেষ্টা ।  আইনি লড়াইয়ের পথে হাঁটেন তাঁরা । এক সঙ্গে থাকতে চেয়ে আবেদন জানান কেরল হাই কোর্টে। পরিবারের সদস্য এবং পুলিশের হাত থেকে রেহাই চেয়ে দাবি করেন নিরাপত্তাও । যুগলের পক্ষে রায় দেয় হাই কোর্ট । আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তাঁরা একসঙ্গে থাকতে পারবেন । পুলিশ বা পরিবার কেউ তাঁদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না ।

অনেক লড়াইয়ের পর এখন তাঁরা চেন্নাইয়ে একসঙ্গে থাকছেন । যদিও, সমাজের বাঁকা কথা এখনও শুনতে হয় । কিন্তু, সেসবদিকে তাঁদের কোনও ভ্রূক্ষেপ নেই । ভালবাসায় রয়েছেন তাঁরা । এখন আংটিবদলের মাধ্যমে একটি ফটোশুট করেছেন শুধু । ভবিষ্যতে বিয়েও করতে চান তাঁরা । তবে তাঁদের একটাই ক্ষোভ, তা ভারতীয় সমাজব্যবস্থার বিরুদ্ধে । স্বাধীন ভারতে আদৌ কি সকলে ‘স্বাধীন’, প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা । 

Gay coupleGayKerala

Recommended For You

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে