এবার আরও সহজ হল পাসপোর্টের (Passport) পুলিশি ভেরিফিকেশন (Police Verification)। বিদেশ মন্ত্রক শুক্রবার পাসপোর্ট ইস্যু করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া সহজ করার জন্য একটি অ্যাপ চালু করার কথা ঘোষণা করেছে। অ্যাপটির নাম mPassport Police App। বাড়িতে বসেই এবার পুলিশ ভেরিফিকেশন করতে পারবেন আবেদনকারীরা।
এতদিন পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করতে অনেক ঝামেলা পোহাতে হত। এই অ্যাপের মাধ্যমেই এবার ভেরিফিকেশনের সব প্রক্রিয়া সম্পন্ন হবে। এমনকি ভেরিফিকেশনের সময়সীমা ১৫ দিন থেকে কমিয়ে পাঁচদিন করা হয়েছে। যাতে খুব সহজেই গ্রাহকরা পাসপোর্ট হাতে পেয়ে যান।
আরও পড়ুন- বিবিসির নথিতে অসঙ্গতি, দাবি আয়কর বিভাগের