মধ্যরাতে রাস্তার মাঝখানে বসে আছেন এক ব্যক্তি। তাঁকে চাপা দিয়ে চলে গেল দ্রুতগতিতে ধেয়ে আসা (Run over in Ghaziabad) একটি গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Social media viral) হয়ে যায় দ্রুত।
পুলিশ সূত্রে খবর, বুধবার মধ্যরাতে দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। রাস্তার মাঝখানে বসে থাকে ব্যক্তিকে দ্রুতগতিতে ধেয়ে আসা ওই গাড়ির চাকার তলায় পিষে দেওয়া হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: অলকানন্দায় নামামী গঙ্গার কাজ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চামোলিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু
ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই তা দেখে রীতিমত শিউড়ে উঠছেন নেটিজেনরা। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী সৌরভ শর্মাকে আটক করা হয়েছে।