কোভিডের (COVID) পর এবার নোরো ভাইরাসের (Norovirus in India) হানা ভারতে। কেরলের (Kerala) এক প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীর শরীরে মিলেছে এই ভাইরাসের খোঁজ। এর জেরে উদ্বেগ বেড়েছে বিভিন্ন মহলে।
করোনার সংক্রমণ দেশ জুড়ে ফের ঊর্ধ্বমুখী। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ শুরু হয়েছে। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নোরো ভাইরাস। কেরলের তিরুবনন্তপুরমে দুই শিশুর শরীরে মিলেছে এই ভাইরাসের খোঁজ। তবে চিকিৎসকরা জানিয়েছেন, দুই জনের অবস্থাই স্থিতিশীল।
Monkey Pox Symptoms:ভারতেও কি মাঙ্কি ভাইরাস? নাবালিকার নমুনা পাঠানো হল পরীক্ষার জন্য
সন্দেহ করা হচ্ছে, স্কুলের মিড মিল থেকেই এই ভাইরাস ছড়িয়েছে। স্কুলের অন্যান্য শিশুদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে কিনা তা খতিয়ে দেখার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্রের খবর, স্কুলের মিড মিল খাওয়ার পরেই আট জন ছাত্রীর অসহ্য পেটে যন্ত্রণা শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় সরকারি ল্যাবে। সেখানেই দুই ছাত্রীর নমুনায় নোরোভাইরাসের হদিশ মিলেছে।
নোরো ভাইরাস ডাইরিয়ার জন্য দায়ী রোটা ভাইরাসের মতো। দূষিত জল এবং খাবার থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের সংক্রমণ ঘটলে বমি, ডায়রিয়া, মাথা ও শরীরের বিভিন্ন ব্যথা হয়। শরীরে ডিহাইড্রেশন হতে পারে। সংক্রমণ ঠেকাতে দূষিত খাবার ও জল খাবেন না । পরিশ্রুত জল পান করুন। খাওয়ার আগে ও পরে ভালো করে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন।