India Coal crisis:দেশ জুড়ে অভূতপূর্ব বিদ্যুৎ সংকটের সম্ভাবনা, বিদেশ থেকে কয়লা আমদানির সিদ্ধান্ত

Updated : May 30, 2022 07:51
|
Editorji News Desk

কয়লা সঙ্কটের (Coal Crisis) জেরে দেশে আগামীতে দেখা দিতে পারে ভয়াবহ বিদ্যুৎ সংকট। তাই পরিস্থিতির মোকাবিলায় বিদেশ থেকে কয়লা কেনার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার কোল ইন্ডিয়াকে (Coal India) বিদেশ থেকে কয়লা কেনার নির্দেশ দিয়েছে।

প্রায় বছর ছয়েক আগেও দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। কংয়লার সংকট চরমে উঠেছিল। ফের একই পরিস্থিতির মুখোমুখি দেশ। তবে এবার অবস্থা এতটাই গুরুতর যে, বিশেষজ্ঞদের আশঙ্কা, সংকট সামাল দিতে না পারলে চলতি বছরের শেষে দেশ জুড়ে বাড়তে পারে লোডশেডিং (Power crisis)।

Madhyamik Results 2022: ৩ জুন মাধ্যমিকের ফল ঘোষণা, সকাল ১০টা থেকে জানা যাবে ফল

সূত্রের খবর কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে চিঠি দিয়ে কোল ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে অবিলম্বে বিদেশ থেকে কয়লার আমদানি শুরু করতে। উল্লেখ্য, ভারতে শক্তির মূল উৎস হল কয়লা। দেশে ব্যবহৃত মোট জ্বালানির ৭০ শতাংশই কয়লা থেকে আসে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে হারে দেশে বিদ্যুতের চাহিদা বাড়ছে, তাতে দেশে উৎপাদিত কয়লায় ভরসা করলে সংকট বাড়বে আর তার প্রভাব পড়বে শিল্পের উৎপাদন এবং সামগ্রিক বিদ্যুৎ বণ্টন প্রক্রিয়াতেও।

আগেই সংকট মেটাতে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে সতর্ক করেছিল কেন্দ্র। কয়লার যথেষ্ট জোগান মজুত করতেও বলেছিল। সতর্ক করে জানানো হয়েছিল আগাম জ্বালানি মজুত করার প্রক্রিয়া শুরু না করলে তাদের দেওয়া কেন্দ্রীয় সরবরাহেও কাটছাঁট করা হবে। এই অবস্থায় কয়লা জোগানের ব্যবস্থা করতে উঠে পড়ে লেগেছিল বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহকারী সংস্থাগুলি। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার নির্দেশ বদল করে জানিয়েছে আপাতত কয়লার জোগানের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে কোল ইন্ডিয়াকে। কোল ইন্ডিয়াই বিদেশ থেকে কয়লা আমদানি করার কাজ করবে। তারপর সেই কয়লা কত দামে বিদ্যুৎ সংস্থাগুলিকে কিনতে হবে, তা পরে জানানো হবে।

Coal ImportCoal Crisiscoal india

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর