গুজরাত সেতু বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সোমবার সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১০০ জন ছাড়িয়েছে। উদ্ধার ১৭৭ জন। ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনা, নৌ-সেনা এখনও উদ্ধারকাজ চালাচ্ছে।
এই মর্মান্তিক পরিণতির ২৪ ঘণ্টা আগেই ওই সেতুতে কাতারে কাতারে লোক দাঁড়িয়ে ছিল। তাঁদের কেউ ছুটছে, কেউ লাফাচ্ছেন। এমন ভিডিয়ো প্রকাশ্যেও এসেছে। কিন্তু সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। গত ২৬ অক্টোবর, সংস্কারের কাজ শেষ হওয়ার পর নতুন করে শুরু হয় ব্রিজটি। ৫ দিনের মাথায় বিপর্যয় ঘটে।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেবে গুজরাত সরকার। চলতি বছর গুজরাতে বিধানসভা নির্বাচন। তার আগেই এই বড় ঘটনা ঘটল।