প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় আদালতে জরিমানা অরবিন্দ কেজরীওয়ালের। দিল্লির মুখ্যমন্ত্রী সিআইসির কাছে মোদীর বিএ এবং এমএ পাশের শংসাপত্র দেখার আবেদন করেছিলেন। কিন্তু শুক্রবার, গুজরাট হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে দেয়। কেজরীওয়ালের বিরুদ্ধে আদালতে গিয়েছিল গুজরাট বিশ্ববিদ্যালয়। তার প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় গুজরাট হাইকোর্ট।
বিচারপতি বীরেন বৈষ্ণবের একক বেঞ্চ শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীর এই আবেদন খারিজ করে দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ডিগ্রি শংসাপত্র সংক্রান্ত তথ্যের জন্য কেজরীওয়ালকে ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় গুজরাট হাইকোর্ট। এপ্রিল মাসের মধ্যেই ওই নির্ধারিত অঙ্কের টাকা জমা করতে হবে অরবিন্দ কেজরীওয়ালকে।
আরও পড়ুন- Baguihati Case Update: বাগুইআটির জোড়া খুন কাণ্ডে নয়া মোড়, রাজসাক্ষী হবেন মূলচক্রী