মেয়ে কেন ছাদে শোবে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। সেই বিবাদে বাধা দিতেই মেয়েকে ২৫ কোপে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি নিজের স্ত্রীকেও মারধর করে ওই ব্যক্তি। গত ১৮ মে গুজরাতের সুরাতের কদোদরা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ধৃত ব্যক্তির নাম রামানুজ।
অভিযুক্তের মেয়ের উপর হামলার ঘটনার দৃশ্য সিসি টিভিতে ধরা পড়েছে। ওই ফুটেজ দেখে ইতিমধ্যেই অভিযুক্তের স্ত্রী রেখার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, সুরাটের সত্যনগর সোসাইটির বাসিন্দা রামানুজ নামে ওই অভিযুক্ত ব্যক্তি। মেয়ে কেন ছাদে শুয়ে রয়েছে, সেই প্রশ্ন করে অভিযুক্ত স্ত্রী রেখার সঙ্গে বিবাদ শুরু করে। এরপর অভিযুক্ত নিজের স্ত্রীকে মারধর শুরু করলে বাধা দিতে আসে তাঁর সন্তানরা। সেই রাগে এরপর রামানুজ নিজের মেয়েকে কোপাতে শুরু করে। ঘটনার দু'দিন পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।