প্রেমের টানে কী কী না করে মানুষ! যুগ যুগ ধরেই সেইসব কাহিনিতে আচ্ছন্ন হয়েছে মানুষ। তেমন বহু কাহিনিকেই রীতিমত চ্যালেঞ্জের মুখে ফেলে দিল গুজরাটের সাম্প্রতিক একটি ঘটনা। প্রেমিক ঘুরতে গিয়েছেন উত্তরাখণ্ডে। আর, তার হয়ে পরীক্ষা বসে বেশ কয়েকটা পরীক্ষা দিয়ে দিলেন প্রেমিকা! প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূয়ো পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়া ঘটনা নতুন কিছু নয়। যা নতুন, তা হল, অর্থের টানে নয়, হৃদয়ের টানে একজনের হয়ে পরীক্ষায় বসলেন অপরজন!
বীর নর্মদ সাউথ গুজরাত বিশ্ববিদ্যালয়ের কমার্স বিভাগের স্নাতকের ছাত্র ছিলেন ওই অভিযুক্ত যুবক। জানা গিয়েছে, তিনি ঘুরতে গিয়েছিলেন উত্তরাখণ্ডে। এ দিকে তাঁর পরীক্ষা থাকায় স্নাতক প্রেমিকাই চলে যান তাঁর হয়ে পরীক্ষা দিতে। পরীক্ষা হলে ঢোকার জন্য হল টিকিটে জালিয়াতি করা হয়েছিল। প্রেমিকের বদলে নিজের ছবি লাগিয়েছিলেন সংশ্লিষ্ট যুবতী।
পরীক্ষার হলে রোজ বদলে যেতেন পরীক্ষক। ব্যক্তিগত ভাবে তাঁরা কেউ চিনতেন না ওই যুবতীকে। এই ফাঁক গলে বেশ কয়েকটি পরীক্ষাও দিয়ে দেন তিনি। যদিও পরে ধরা পড়ে যান।