ডিমের কারি রেঁধে দেয়নি। আর সেকারণে লিভ-ইন পার্টনারকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম লাল্লন যাদব। একটি নির্মিয়মাণ আবাসন থেকে মৃত যুবতির দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম অঞ্জলি। অভিযুক্ত লাল্লনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গুরগাঁও-এর চৌমা গ্রামে।
কী কারণে খুন
জেরায় লাল্লন জানিয়েছেন, তাঁর পার্টনারকে ডিম কারি রান্না করতে বলেন। কিন্তু রাজি ছিলেন না অঞ্জলি। সেসময় রাগে অঞ্জলির মাথায় হাতুড়ি মারেন তিনি।
জানা গিয়েছে, প্রায় ছ বছর আগে সাপের কামড়ে মৃত্যু হয় লাল্লনের স্ত্রীর। তারপর অঞ্জলির সঙ্গে থাকতে শুরু করেন তিনি। প্রায় ৭ মাস ধরে গুরগাঁওতে থাকছেন তিনি।
পুলিশ জানিয়েছে, খুন করার পর পালিয়ে যায় লাল্লন। তারপর তাঁকে খুঁজে বের করে পুলিশ। খুনে ব্যবহৃত একটি হাতুড়ি এবং বেল্ট উদ্ধার করা হয়েছে।