হুইল চেয়ার (Wheel Chair) নিয়ে রেস্তোরাঁর (Resturant) ভেতরে ঢুকতে বাধা দেওয়া হল বিশেষভাবে সক্ষম এক যুবতীকে । শুক্রবার ঘটনাটি ঘটেছে গুরগ্রামের একটি জনপ্রিয় রেস্তোরাঁ 'রাস্তা'-তে।
সৃষ্টি পান্ডে (Srishti Pandey) নামক ওই অভিযোগকারিণী টুইটারে গোটা ঘটনাটি লিখেছেন। তাঁর কথায়, 'আমি আমার প্রিয় বন্ধু ও তার পরিবারের সঙ্গে গতরাতে গুরগ্রামের রাস্তায় গিয়েছিলাম । অনেকদিন পর বেরিয়েছিলাম আমি ভেবেছিলাম খুব আনন্দ করব। আমার বন্ধুর দাদা আমাদের চারজনের জন্য টেবিল বুকিং করতে চান। ডেস্কে থাকা স্টাফ দু'বার দাদাকে এড়িয়ে যান। তৃতীয়বার জিজ্ঞেস করার পর কর্মী বলেন হুইলচেয়ার ভিতরে যাবেন না । আমরা প্রথমে ভাবি হয়তো ঢুকতে অসুবিধা হবে বলে উনি বলছেন। পরে দেখলাম বিষয়টা আলাদা। আমরা বলি, আমরা ব্যবস্থা করে নেব, আপনি শুধু টেবিলটা দিন আমাদের। উনি তখন আমার দিকে তাকিয়ে বলেন ভেতরে অতিথিরা বিরক্ত হবেন। আমাদের ঢুকতে দেননি তিনি। আমরা হতবাক হয়ে যাই।'
এই ঘটনার পরই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়(Social Media)। পরিস্থিতি বেগতিক বুঝে গুরগ্রামের ডিএলএফ সাইবার হাবে অবস্থিত রেস্তোরাঁটি সৃষ্টির কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় । রেস্তোরাঁর মালিক ও পার্টনার গৌমতেশ সিং ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে টুইট করেন ।
আরও জানা গেছে, ঘটনার পর সৃষ্টি পান্ডের সঙ্গে গুরগ্রামের পুলিশ যোগাযোগ করে। অভিনেত্রী পরিচালক পূজা ভাট(Pooja Bhatt) এই ঘটনার তীব্র নিন্দা করেন। আপাতত এমন অদ্ভুত ঘটনা ভাইরাল হয়েছে টুইটারে(Twitter) ।