অসমের গুয়াহাটিতে এক অভিজাত হোটেলে ব্যবসায়ী খুনের অভিযোগে কলকাতার এক দম্পতিকে গ্রেফতার করল গুয়াহাটি পুলিশ। জানা গিয়েছে, পুনের বাসিন্দা মৃত ওই ব্যবসায়ীর নাম সন্দীপ কাম্বলি। বয়স ৪২ বছর। ধৃত দুই অভিযুক্তের নাম অঞ্জলি সাউ এবং বিকাশ সাউ।
জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরের এক রেস্তোরাঁয় কাজ করতেন ২৫ বছরের অঞ্জলি সাউ। তাঁর সঙ্গে সন্দীপের সম্পর্ক ছিল। গত কয়েক মাস ধরে ওই ব্যবসায়ী অঞ্জলিকে বিয়ে করতে চাইলেই গোল বাঁধে। কারণ আগে থেকেই বিকাশের সঙ্গে সম্পর্কে ছিলেন অঞ্জলি।
এরপর সন্দীপের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চান অঞ্জলি। বিকাশকে সব খুলে বলেন। একই সঙ্গে জানান, সন্দীপের কাছে তাঁর অন্তরঙ্গ ছবি আছে। এরপরেই দুজন মিলে ছবিগুলি কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা করেন।
পুলিশ জানিয়েছে, কলকাতায় দেখা করার কথা থাকলেও শেষ পর্যন্ত গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলে গিয়ে ওঠেন সন্দীপ এবং অঞ্জলি। ওই হোটেলে ওঠেন বিকাশও। একটি রুম বুক করেন বিকাশ ও অপর একটি রুম বুক করেন।
এরপর সন্দীপকে ছবি ডিলিট করার জন্য চাপ দেন দুই অভিযুক্ত। মোবাইল কেড়ে নিলে মারামারি শুরু হয়। এরপর বিকাশের মারে অজ্ঞান হয়ে যান সন্দীপ। তাঁকে ফেলে রেখে পালান দুই অভিযুক্ত।
এরপর সন্দীপকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হোটেলের কর্মীরা পুলিশের খবর দেন। সিসিটিভি ফুটেজ গেস্ট লিস্ট খতিয়ে দেখে বিকাশ এবং অঞ্জলিকে সনাক্ত করা হয়। তাঁরা কলকাতার বিমানে ওঠার আগেই গুয়াহাটি থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ।