কয়লা উত্তোলন রুখতে গিয়ে ভয়াবহভাবে মৃত্যু হল হরিয়ানা পুলিশের ডিএসপি সুরেন্দ্র সিংয়ের (Surendra Singh killed)। অবৈধ কয়লাখনির (illegal mining of stones ) অভিযানে গিয়ে কয়লা মাফিয়াদের হাতে নৃশংসভাবে খুন হলেন তিনি। পঞ্চগাঁওয়ের নু-এর কাছে সোমবার ঘটেছে এই ঘটনা। অবৈধ কয়লা উত্তোলন রোধে দীর্ঘদিন ধরেই কাজ করছিলেন এই পুলিশ আধিকারিক। নিজের কর্মজীবনের শেষে এসেও ত্রাস ছিলেন অবৈধ কয়লাখনি মালিকদের কাছে। আইনরক্ষকের এমন পরিণতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘাতক লরিটিকে খুঁজে বের করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: ২১ জুলাইয়ের সমাবেশে বাড়তি নিরাপত্তা, মুখ্যমন্ত্রীর জন্য বসতে পারে বিশেষ গেট
হরিয়ানার মেওয়াতের তাওয়াদুর ডিএসপি সুরেন্দ্র সিং (Haryana DSP Surendra Singh killed) খবর পান, নুহে বেআইনি খনি থেকে পাথর ট্রাকে তোলা হচ্ছে। অভিযোগ, পুলিশকে আসতে দেখেই যারা কয়লা তুলছিল, তারা সেখান থেকে পালাতে শুরু করে। কয়েকজন ততক্ষণে তোলা কয়লার ডাম্পার ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করতেই রুখে দাঁড়ান ওই আধিকারিক। তাতেও না থামায় ট্রাকের পথ আটকাতে যান ওই ডিএসপি। তারপরই তাঁর শরীরের উপর দিয়ে চলে যায় (Haryana DSP crushed to death) পাথরভর্তি ডাম্পার। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা হরিয়ানা পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিককে মৃত বলে ঘোষণা করেন।