১৫ বছরের কিশোরীকে গণধর্ষণের অভিযোগ । ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ । হরিয়ানার জীন্দ জেলার ঘটনা । জানা গিয়েছে, প্রায় ২০ দিন ধরে নিখোঁজ ছিলেন ওই নির্যাতিতা । কিশোরীর অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গোপন ডেরায় আটকে রেখে তাকে দিনের পর দিন ধর্ষণ করেছে ওই তিন অভিযুক্ত ।
পরিবারের দাবি,মেয়ের নিখোঁজ হওয়ার ডায়েরি করেছিলেন তাঁরা । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । তখনই ওই তিন অভিযুক্তের নাম উঠে আসে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দু'জনই ওই কিশোরীর গ্রামেই থাকে । আরেকজন উত্তরপ্রদেশের বাসিন্দা ।
পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে । এছাড়াও ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে ।