দেশের সংখ্যালঘুদের বিদ্বেষ করা এখন ফ্যাশনে পরিণত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিযোগ অভিনেতা নাসিরুদ্দিন শাহের। তাঁর অভিযোগ, বিভিন্ন সিনেমা এবং সিরিজে কৌশলে এই বিদ্বেষকে রেখে দেওয়া হচ্ছে। যা সরাসরি প্রভাব পড়ছে সমাজের উপরে। বর্তমান সময়কে উদ্বেগজনক বলেই দাবি করেছেন বর্ষীয়ান এই অভিনেতা। ওয়াকিবহাল মহলের মতে, তাঁর এই অভিযোগ ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলির দিকে।
অভিনেতার দাবি সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা তাঁকে নড়িয়ে দিয়েছে। তাঁর দাবি, সেই ঘটনা থেকেই তাঁর মনে হয়েছে এ দেশে গণতন্ত্রের কথা বললেও, ক্রমাগত সংখ্যালঘুদের চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। ক্ষমতায় থাকা প্রতিটি রাজনৈতিক দল মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও কাজের কাজ কিছু করছে না। তাঁর অভিযোগ, এর ফলে সমাজের ক্ষয় হচ্ছে।