উত্তরপ্রদেশে ফের এনকাউন্টার। এবার নিকেশ মহম্মদ গুফরান নামের এক দুষ্কৃতী। পুলিশের দাবি, গুফরানের বিরুদ্ধে খুন ও ডাকাতি মিলিয়ে মোট ১৩টি মামলা ছিল। এই দুষ্কৃতীর মাথার দাম ছিল এক লক্ষ ২৫ হাজার টাকা। মঙ্গলবার সকালে রাজ্যের কৌশাম্বী জেলায় উত্তরপ্রদেশ পুলিশের টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে গুফরানের।
পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এই গ্যাংস্টারের উপর নজর রাখা হচ্ছিল। মূলত সে কোথায় গা ঢাকা দিয়েছে, সেই ব্যাপারে বিস্তর খোঁজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে কৌশাম্বীর সমদা সুগার মিলের কাছে সেই ডেরায় হানা দিয়েই মেলে সাফল্য।
পুলিশকে দেখে গুফরান পালানোর চেষ্টা করে। বাইকে চড়ে সে পালাচ্ছিল বলে খবর। পুলিশ তাকে ঘিরে ফেলে। গুফরানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ভোর ৫টা নাগাদ এনকাউন্টারে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে বাইক এবং পিস্তল উদ্ধার করা হয়েছে।