কেদারনাথে ভারি তুষারপাত। লাগাতার বৃষ্টি-তুষারপাতে আটকে পড়েছেন পুণ্যার্থীরা। বর্তমানে প্রশাসনের তরফে পুণ্যার্থীদের যাত্রা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফের যাত্রা শুরুর অনুমতি মিলবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আবহাওয়া দফতরের তরফে ২-৩ দিনের জন্য কেদারনাথে তুষারপাত-ভারি বৃষ্টির সতর্কতা জারি করে মৌসম ভবন। তাঁদের পূর্বাভাসের পরই হিমালয় এবং তৎসংলগ্ন এলাকায় ভারি তুষারপাত শুরু হয়েছে।
পুণ্যার্থীদের যাত্রা স্থগিতের আর্জি জানিয়েছেন রুদ্রপ্রয়াগের জেলাশাসক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুণ্যার্থীরা যে যেখানে আছে, সেখানেই তাঁদের থেমে যেতে হবে। আবহাওয়ার উন্নতি হলে ফের একবার পথ চলার অনুমতি মিলবে বলে জানিয়েছে স্থানীয়ও প্রশাসন।