মহারাষ্ট্রের পুণেতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। ঘটনায় নিহত তিন। তাঁদের দু'জন পাইলট। অপরজন ইঞ্জিনিয়ার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পাহাড়ি এলাকা ভবদানে। প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার জেরে পাহাড়ের গায়ে ধাক্কা লেগেই এই দুর্ঘটনা। মৃতরা হলেন - পাইলট পরমজিৎ সিং, সহ-পাইলট জিকে পিল্লাই এবং ইঞ্জিনিয়ার প্রীতম ভরদ্বাজ।
জানা গিয়েছে, রাজনৈতিক কর্মসূচির জন্য এই হেলিকপ্টারটি ভাড়া নিয়েছিল এনসিপি। বুধবার সকালে এনসিপি মহারাষ্ট্র প্রদেশ সভাপতি সুনীল তৎকরেকে নিতে ওই কপ্টার পুণের অক্সফোর্ড গল্ফক্লাবের হেলিপ্যাড থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু ভোরবেলা পুনের আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় মাঝ আকাশে দিকভ্রষ্ট হয়ে পড়েছিল সেটি।
কিন্তু খুব বেশিদূর পৌঁছোনোর আগেই পুনের এক পাহাড়ি এলাকায় সেটি ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। পুণে পুরসভার দমকল গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকেই দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়। একজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। যদিও তাঁকেও বাঁচানো সম্ভব হয়নি।