আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। তারপর থেকেই মন্দির দর্শনে অযোধ্যায় পূর্ণার্থীদের আনাগোনা লেগেই থাকবে। এই উপলক্ষেই নয়া পদক্ষেপ করল, উত্তরপ্রদেশ সরকার। চলতি মাসের শেষ নাগাদ রাজ্যের ছয়টি জেলা থেকে অযোধ্যায় হেলিকপ্টার পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গোরখপুর, বারাণসী, লখনউ, প্রয়াগরাজ, মথুরা এবং আগ্রা থেকে মিলবে হেলিকপ্টার পরিষেবা। এই মাসের শেষের দিকে লখনউ থেকে হেলিকপ্টার পরিষেবা শুরু হবে, পর্যটনের প্রধান সচিব মুকেশ মেশরাম।
এছাড়াও, রামমন্দির ও অযোধ্যার এরিয়াল ভিউ দেখার ব্যবস্থাও করেছে উত্তরপ্রদেশ পর্যটন। সরযূ নদীর তীরে পর্যটন গেস্টহাউসের কাছে একটি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার রাইড করা যাবে।