ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। JMM সাংসদ দীপিকা মাঝি জানিয়েছেন, সাত ঘণ্টা জেরার পর ইডির সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে যান হেমন্ত। প্রথম রাজভবনে গিয়ে নিজের পদত্যাগ দিয়ে আসেন। জমি জালিয়াতির তদন্তে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিল ইডি।
ঝাড়খণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তে তাঁকে আটবার সমন পাঠিয়েছিল ইডি। এমনকী, তাঁর দিল্লির বাড়িতেও হানা দেওয়া হয়েছিল। সবশেষে বুধবার রাঁচিতে বিরাট দল নিয়ে হেমন্তকে জেরা করেন ইডির অধিকারিকরা।
রাজনৈতিক মহলের দাবি, শুধু জমি নয়, গত কয়েক বছরে কয়লা কেলেঙ্কারিতেও নাম রয়েছে হেমন্ত সোরেনের। রাজ্যের মন্ত্রী থাকার সময় থেকেই এই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেনার জমিকে জমি মাফিয়াদের কাছে বিক্রি করার অভিযোগ ওঠে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। যে জমি ছিল প্রায় আট একর।