এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে সমন পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন একটি মামলার জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছে। যদিও ঠিক কী কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
ঝাড়খণ্ডের খনি সংক্রান্ত কয়েকটি অর্থ তছরুপের মামলার তদন্ত চালাচ্ছে ED। তার জন্যই ডেকে পাঠানো হয়েছে হেমন্ত সোরেনকে। তবে তাঁর কাছ থেকে কী জানতে চাওয়া হবে সেবিষয়ে কোনও তথ্যই পাওয়া যায়নি। এর আগেও গত নভেম্বর মাসে এই সংক্রান্ত একটি মামলায় হেমন্তের বয়ান রেকর্ড করেছিল ED।
যদিও হেমন্তকে নোটিস পাঠানোর পরেই ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগে বিরোধীরা। বেছে বেছে অ-বিজেপি রাজ্যগুলির উপর বারবার আঘাত করা হচ্ছে বলে অভিযোগ।