ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জমি দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি। এখন ইডি হেফাজতেই রয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা। বুধবার তাঁদের ১৮তম বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট হেমন্তের স্ত্রী কল্পনা সোরেনের।
হেমন্তের এক্স হ্যান্ডল থেকে কল্পনা লিখলেন, বিশেষ দিনে স্বামী তাঁর সঙ্গে নেই, খুব শিগগিরই ষড়যন্ত্রকে হারিয়ে বাড়িতে ফিরবেন, আশাবাদী কল্পনা।
100 Days Work-Nabanna: ২১ লক্ষ মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া হবে টাকা? গাইডলাইন প্রকাশ নবান্নের
কল্পনা আরও লেখেন, ‘‘আজ আমাদের ১৮ তম বিবাহবার্ষিকী, কিন্তু হেমন্তজি পরিবারের সঙ্গে নেই। বাচ্চাদের সঙ্গে নেই। আমরা বিশ্বাস করি, তিনি এই ষড়যন্ত্রকে হারিয়ে বিজয়ী হবেন এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবেন। আমি ঝাড়খণ্ডের এক জন সাহসী যোদ্ধার জীবনসঙ্গী। আজ আমি আর আবেগপ্রবণ হব না। হেমন্তজির মতোই আমি কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখব এবং তাঁর সাহস ও সংগ্রামের শক্তি হয়ে উঠব।’’
হেমন্তের গ্রেফতারির পর ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন হেমন্ত-ঘনিষ্ঠ জেএমএম নেতা চম্পই সোরেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের ১০ দিনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলা হয়েছিল চম্পই সরকারকে। গত সোমবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ঝাড়খণ্ডের নতুন সরকার।