হেরিটেজ তকমা পাওয়া কর্ণাটকের একটি ঐতিহাসিক মাদ্রাসায় হল তাণ্ডব,অভিযোগ দশেরার মিছিলে অংশগ্রহণকারী একদল যুবক এই ঘটনায় যুক্ত। কর্ণাটকের বিদারের এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। খবর সংবাদ সংস্থা ANI সূত্রে।
১৪৬০ কর্ণাটকের বিদারে মাহমুদ গাওয়ান মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। অর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মাদ্রাসাকে ঐতিহাসিক তকমা দিয়েছে। অভিযোগ, নিরাপত্তারক্ষীদের মারধর করে একদল অতর্কিতে ঢুকে পড়ে মাদ্রাসায়, সেখানে পুজোও করে তারা।
টুইটারে ক্লিপটি শেয়ার করে, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এই ঘটনার জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের সরকারের তীব্র নিন্দা করেন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই ওই ঘটনার সঙ্গে যুক্ত ৯ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। যাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মুসলিম সংগঠনগুলি। ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধীরা। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর।