ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
আধুনিক ইতিহাসে ১৭ই মার্চ তারিখ খুবই গুরুত্বপূর্ণ। বর্ণ বৈষম্যের শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন যুগের সূচনা হয় দক্ষিণ আফ্রিকায়। ১৯৪৮ সাল থেকে প্রচলিত এই প্রথা বন্ধ করতে শ্বেতাঙ্গদের অনেকেই ভোট দিয়েছিলেন। এর মধ্য দিয়ে নেলসন ম্যান্ডেলার দীর্ঘ আন্দোলনেরও পরিসমাপ্তি ঘটে।
এছাড়াও, আজ ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার ৬২তম জন্মবার্ষিকী। ১৭ মার্চ ১৯৬২ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তিনিই ভারতীয় বংশদ্ভুত প্রথম মহিলা, যিনি মহাকাশে গিয়ে ইতিহাস তৈরি করেছিলেন।
আজকের দিনে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তাইওয়ানে। ১৯০৬ সালের ভূমিকম্পে প্রায় ১০০০ জনের মৃত্যু হয়।