ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
আজকের দিনটি ব্রেক আপ ডে। প্রতিবছরই ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক ৭ দিন পর ব্রেক আপ ডে পালন করা হয়। মূলত কোনও সম্পর্ক থেকে বেরিয়ে আসাকে বলা হয় ব্রেক আপ। যদিও ভ্যালেন্টাইন্স ডে-র মতোই আজকের দিনও অতি জনপ্রিয়।
আজকের দিনেই ভয়াবহ বিস্ফারণের সাক্ষী থেকেছিল হায়দরাবাদ। ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি ওই জঙ্গি হানা হয়েছিল। যার জেরে মোট ১৭জনের মৃত্যু হয়েছিল এবং আহতের সংখ্যা ১২০ ছাড়িয়েছিল। ঘটনায় জড়িত ৫ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
খেলার জগতেও আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। ২০০৪ সালের ২১ ফেব্রুয়ারি লন টেনিসে সানিয়া মির্জা WTA এর খ্যাতি অর্জন করেছিলেন।