History of 30th December : আজকের দিনটি ব্রিটিশদের সঙ্গে যুক্ত, মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বরই !

Updated : Dec 30, 2023 07:08
|
Editorji News Desk

ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।

বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।

আজকের দিনটি ব্রিটিশ শাসনের সঙ্গে যুক্ত । ১৯৮৬ সালের ৩০ ডিসেম্বর, ব্রিটিশ সরকার তাঁদের দেশের কয়লা খনিতে বিষাক্ত গ্যাস সনাক্তকরণে মোতায়েন ক্যানারি বার্ডকে অপসারণের ঘোষণা করেন । সেই জায়গায় ইলেকট্রিক ডিটেক্টর বসানো হয় । কয়লা খনিতে যেকোনও ধরনের দুর্ঘটনা ঘটলে সেগুলো বর্ণহীন ও গন্ধহীন বিষাক্ত গ্যাসে ভরে যায়, যা মানুষের জন্য বিপজ্জনক।

১৯০৬ সালে, ঢাকায় মুসলিম নেতাদের তিন দিনের বৈঠকের পর, ৩০ ডিসেম্বর সর্বভারতীয় মুসলিম লিগ দল গঠনের ঘোষণা করা হয় । নবাব স্যার খাজা সলিমুল্লাহ, আমির আলি এবং স্যার মিনিয়া মহম্মদ শফী ওই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং দলের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁদের স্মরণ করা হয় । স্যার আগা খান দলের প্রথম সভাপতি নির্বাচিত হন এবং দলের সদর দপ্তর লখনউতে করা হয় ।

১৯৭৫ সালের এই দিনে হিন্দি কবি, গল্পকার ও গজল লেখক দুষ্যন্ত কুমারের মৃত্যু হয় । হিন্দি গজলকে তিনি একটি নতুন পরিচয় দিয়েছেন এবং শিখরে নিয়ে গিয়েছেন । ১৯৭৫ সালে প্রকাশিত তাঁর গজল সংকলন 'সায়ে মে ধূপ' এখনও বেশ জনপ্রিয়। 

Historic

Recommended For You

editorji | ভারত

Pass-Fail System : নিজেদের নীতিতেই ভোলবদল মোদী সরকারের, পঞ্চম থেকে অষ্টমে ফিরছে পাস-ফেল

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও