বাংলার পূর্ব বর্ধমান, হাওড়ায় গত কয়েকদিন আগেই বিষমদে মৃত্যুর অভিযোগ উঠেছিল। এবার রাজ্য়ে গন্ডি পেরিয়ে বিষমদের প্রভাব গুজরাতে। বিজেপি শাসিত এই রাজ্যের বিষমদের ঘটনায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্য়ের বেশ কয়েকটি হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ৪৫ জন। এই ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সবার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। বেসরকারি সূত্রে খবর, তিনজনকে আটক করা হয়েছে।
এমনিতেই গুজরাতে নিষিদ্ধ মদ। ফলে প্রশ্ন উঠছে, তা-হলে কীভাবে রাজ্যে বিষমদ পাওয়া গেল। গুজরাত পুলিশের ডিজি আশিস ভাটিয়া জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মদের মধ্যে মিথাইল অ্যালকলের মাত্রা অনেক বেশি ছিল বলে জানা গিয়েছে। তার থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে।
আরও পড়ুন: মা নেই, ছেড়ে চলে গিয়েছেন বাবা, অদম্য সৃজা পেল ৯৯.৪ শতাংশ!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোটেড জেলাতেই ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা চলাকালীন ধন্ধুকায় আরও পাঁচ জনের প্রাণহানি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই বিষমদে মৃত্য়ুর ঘটনায় সিট তৈরি করা হয়েছে।