JEE Advanced Admit Card 2022 : মঙ্গলবার (২৩ আগস্ট) জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (JEE) অ্যাডভান্সড ২০২২-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (IIT) বোম্বে।
জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষা হবে ২৮ আগস্ট
তার আগে হাতে সময় থাকতেই প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- jeeadv.ac.in থেকে জেইই অ্যাডভান্সড ২০২২-এর অ্যাডমিট কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন। এ ক্ষেত্রে নিজের রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বরের প্রয়োজন হবে।
২৮ আগস্ট তিন ঘণ্টার দু’টি পর্বে চলবে জেইই অ্যাডভান্সড ২০২২ পরীক্ষা। পরীক্ষায় দু’টি পত্র থাকবে- প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। প্রথম পত্র সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পত্র দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। ১১ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ফলাফল।
১. প্রথমেই যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ।
২. হোমপেজে, অ্যাডমিট কার্ড-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. আপনার রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর লিখুন।
৪. আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখতে পাবেন।
৫. এখান থেকেই ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে নিন।
ITBP Recruitment 2022: আইটিবিপিতে একাধিক শূন্যপদে নিয়োগের সুযোগ, এখনই অনলাইনে আবেদন করুন