স্বামীর চোখের সামনেই সিলিং ফ্যানে ওড়না বেঁধে গলায় ফাঁস দিচ্ছেন স্ত্রী, অথচ নির্বিকার স্বামী। স্ত্রীকে বাঁচানোর চেষ্টা তো দূর, বরং স্ত্রীয়ের আত্মহত্যার ভিডিয়ো দাঁড়িয়ে থেকে রেকর্ড করেন স্বামী। কানপুরের এই ঘটনায় তাজ্জব সকলে। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি, তবে চোখের সামনে স্ত্রীকে আত্মহত্যা করতে দেখেও কেন আটকালেন না স্বামী, এই প্রশ্নই এখন সকলের মনে ঘুরছে।
সবিতা গুপ্ত নামে কানপুরের এই মহিলার বিয়ে হয়েছিল বছর ৫ এক আগে৷ স্থানীয় সূত্রে খবর স্বামীর সঙ্গে বচসা লাগত মাঝে মাঝেই। স্বামীর রেকর্ড করা ভিডিয়োতে দেখা গিয়েছে, তার স্ত্রী গলায় ওড়না জড়িয়ে যখন ঝুলতে যাবেন তখনও স্বামী বলছেন, "খুব ভালো, এটাই ছিল মনে?" এরপর সেখানেই ভিডিয়ো শেষ হয়ে যায়।
এমনকি পরে স্ত্রীকে নামিয়ে হাসপাতাল নিয়ে যাওয়ার বদলে নিজেই সবিতা দেবীকে বাঁচানোর চেষ্টা করেন তার স্বামী সঞ্জয়। সবিতার পরিবারকে তার মৃত্যুর খবর স্বামী সঞ্জয়ই দেন। পরে পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা সবিতাকে মৃত বলে ঘোষণা করেন। সঞ্জয়ের দাবি তিনি স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এ দাবী মানতে নারাজ সবিতার পরিবার।