ভারতীয় বায়ুসেনার স্পেশ্যাল মিশন । সঙ্গে আর্মি মেডিক্যাল টিম । সুদূর জয়পুর থেকে বিমানে দিল্লি উড়িয়ে আনা হল ডোনেট করা হৃদপিন্ড । যা ১৯ বছরের তরুণীকে নতুন জীবন দেবে । ভারতীয় বায়ুসেনা তাঁদের টুইটার হ্যান্ডেলে এই স্পেশ্যাল 'মিশন'-এক কিছু ছবি শেয়ার করেছে ।
জানা গিয়েছে, দিল্লির ১৯ বছরের ওই তরুণীর হার্ট প্রতিস্থাপন প্রযোজন ছিল । তিনি ভর্তি ছিলেন দিল্লির আর্মি হাসপাতালে । কিন্তু ডোনেট করা হৃদপিন্ডের খোঁজ পাওয়া যায় জয়পুরে । এরপরই দিল্লি থেকে তড়িঘড়ি ভারতীয় বায়ুসেনার বিমানে জয়পুর উড়ে যায় আর্মি মেডিক্যাল টিম । জয়পুরের এসএমএস মেডিক্যাল কলেজ থেকে ফের ওই বিমানে করেই দিল্লি নিয়ে আসা হয় ডোনট করা 'হার্ট' । যা ১৯ বছরের তরুণীর শরীরে প্রতিস্থাপন করা হয় ।