শেষ কয়েকদিন ধরে দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। মৃত্যুও হয়েছে একাধিক কোভিড রোগীর। যা নিয়ে স্পষ্টতই চিন্তিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোভিড নিয়ে ইতিমধ্যেই সরকারি পর্যায়ে বেশ কয়েকটি জরুরি বৈঠক হয়েছে। দেশের কয়েকটি রাজ্যে ফিরে এসেছে মাস্ক। রবিবার কোভিডে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৩৫৭ জন। সোমবার যে সংখ্যাটি বেড়ে হয়েছে ৫ হাজার ৮৮০। এবার, এই আবহে দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণগুলি ব্যাখ্যা করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ।
নাগরিকেরা কোভিডবিধি ঠিক মতো মেনে চলছেন না। কোভিড পরীক্ষার হারও কমে গিয়েছে। অনেকেই কোভিডের লক্ষণ থাকলেও আর পরীক্ষা করাতে চাইছেন না। এর ফলে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।আইএমএ-র মতে, করোনাভাইরাসের নতুন প্রজাতির কারণেই বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। তারা জানিয়েছে,করোনাভাইরাসের নতুন প্রজাতি এক্সবিবি.১.১৬ আগের প্রজাতিগুলির থেকে অনেক বেশি সংক্রামক।