ন্যাশনাল হেরল্ড মামলায় সোমবার চতুর্থবারের জন্য ইডির দফতরে হাজিরা দিতে পারেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এরআগে তাঁকে টানা তিনদিন ডেকে ৩০ ঘণ্টা জেরা করা হয়েছিল। গত শুক্রবারও রাহুলকে ডেকেছিল ইডি। কিন্তু মা সনিয়ার অসুস্থার কথা জানিয়ে, ইডির থেকে ছুটি চেয়েছিলেন রাহুল। কেন্দ্রীয় সংস্থাকে জানিয়েছিলেন তিনি সোমবার হাজিরা দেবেন। এদিকে, সূত্রের খবর সোমবার হাজিরা দেওয়ার জন্য রাহুলকে ফের তলব করা করা হয়েছে।
গত মঙ্গলবার ন্যাশনল হেরল্ড মামলায় ইডি দফতরে হাজির হয়েছিলেন রাহুল। এরপর টানা তিনদিন তাঁকে ডেকে প্রায় ৩০ ঘণ্টা জেরা করা হয়। ইডি সূত্রে দাবি করা হয়, রাহুলের জবাবে তারা সন্তুষ্ঠ নয়। তাই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, মানসিকভাবে তাদের নেতাকে হেনস্থা করা হচ্ছে। কারণ একসময় এই ইডি ন্যাশনল হেরল্ড মামলা থেকে সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে ক্লিনচিট দিয়েছিল। মোদী জমাতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে সুপারিশ করেছিলেন ইডির তৎকালীন যুগ্ম অধিকর্তা।
এদিকে রবিবারই কেন্দ্রীয় প্রকল্প অগ্নিপথের বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস। যন্তর মন্তরে এই প্রকল্পের বিরুদ্ধে সত্য়াগ্রহ শুরু করেন কংগ্রেস নেতারা। আনন্দোলকে নেতৃত্ব দেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও।