মঙ্গলবার থেকে বিবিসি-র (BBC) অফিসে আয়কর দফতরের অভিযান অব্যাহত রয়েছে । দিল্লি ও মুম্বই, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন দুই দফতরেই আয়করের 'সমীক্ষা' চলল রাতভর (BBC IT Survey ) । জানা গিয়েছে, আন্তর্জাতিক স্তরে কর ফাঁকির অভিযোগেই বিবিসির দিল্লি (Delhi) ও মুম্বইয়ের (Mumbai) দফতরে হানা দেন আয়কর কর্তারা । যদিও এই ঘটনাকে 'হানা' নয়, 'সমীক্ষা' বলেই দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা ।
মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে এগারোটার মধ্য়ে দিল্লি ও মুম্বইয়ের অফিসে হানা দেয় আয়কর কর্তারা । সূত্রের খবর, অভিযানের শুরুতে মুম্বইয়ের অফিসে আইটি ও বিবিসি কর্মীদের মধ্যে তর্কাতর্কি হয় । জানা গিয়েছে, বিবিসি কর্মীরা তাঁদের সিস্টেমে এডিটোরিয়াল কনটেন্টের অ্যাক্সেস দিতে রাজি হননি । সূত্রের খবর, আয়কর আধিকারিকরা বিবিসি কর্মীদের কম্পিউটারে 'শেল কোম্পানি', 'ফান্ড ট্রান্সফার',... 'বিদেশী ট্রান্সফার'-সহ সিস্টেমে চারটি কীওয়ার্ডের জন্য অনুসন্ধান করেছেন । সূত্রের খবর, অফিসে ঢুকেই সমস্ত কর্মীর মোবাইল ফোন, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছিলেন তাঁরা ।
আরও পড়ুন, BBC IT Survey: আয়কর আধিকারিকদের সঙ্গে বাগবিতন্ডায় বিবিসি কর্মীরা, ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
বিবিসি'র পক্ষ থেকে আগেই বিবৃতি দিয়ে 'সবরকম সহযোগিতা'র আশ্বাস দেওয়া হয়েছে । জানা গিয়েছে, ২০১২ সাল থেকে বিবিসির সমস্ত লেনদেনের তথ্য খতিয়ে দেখছেন আয়কর কর্তারা ।এদিকে, বিবিসি'র কার্যালয়ে আয়কর দফতরের অভিযান নিয়ে সরগরম রাজনৈতিকমহল ।
তবে, এই সমীক্ষা ও হানার মধ্যে বড় পার্থক্য রয়েছে । সমীক্ষা চালানো যাবে কেবলমাত্র অফিস আওয়ার্সেই। অন্যসময় নয়। আর, আয়কর হানা দেওয়া যায় দিনের যে কোনও সময়। আয়কর সমীক্ষায় তদন্তের গণ্ডি কেবলমাত্র কাগতপত্র ও অর্থ সংক্রান্ত কিছু নথি এবং প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ। আয়কর হানায় তা নয়। আয়কর হানার সময় সাধারণত ঘটনাস্থলে পুলিশকে রাখতে হয়। আয়কর সমীক্ষায় যা বাধ্যতামূলক নয়।