ফের কী ডিএ বাড়ছে কেন্দ্রের ? এমনটাই ইঙ্গিত মিলছে কেন্দ্রের তরফে। সূত্রের খবর, ফের তিন থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। পয়লা জুলাই থেকে বর্ধিত এই ভাতা কার্যকর হতে পারে বলেও ওই সূত্রে দাবি করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে এর আগে গত মার্চ মাসেই চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র। কিন্তু দু মাসের মধ্যে ফের ডিএ বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেল।
কেন্দ্রের নিয়ম অনুযায়ী জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে দু বার ডিএ বৃদ্ধি হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি এই ডিএ-এর আওতাভুক্ত হন পেনশনভোগীরাও। কেন্দ্রের তরফে সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথাও ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে ডিএ পান।
বর্তমানে দেশে মোট ৪৭.৫৮ লক্ষ বেতনভোগী এবং ৬৯.৭৬ লক্ষ পেনশনভোগী কেন্দ্রীয় সরকারি কর্মচারী আছেন।