১৫ আগস্ট। ভারতের স্বাধীনতা দিবস (independence Day Of India)। কিন্তু একটা সময় পর্যন্ত ২৬ জানুয়ারি (26th January) তারিখটিকেই উদযাপন করা হত ভারতের স্বাধীনতা হিসাবে। কিন্তু কেন? জেনে নিন সেই অজানা ইতিহাস।
মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, মহম্মদ আলি জিন্নাহর সঙ্গে লর্ড আরউইনের আলোচনা ভেস্তে যাওয়ার পর
১৯২৯ সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে (Lahore Congress) গ্রহণ করা পূর্ণ স্বরাজের (Poorna Swaraj) প্রস্তাব। সিদ্ধান্ত হয়, ২৬ জানুয়ারি তারিখটি উদযাপিত হবে স্বাধীনতা দিবস উপলক্ষে। তখন থেকে ১৯৪৭ সাল পর্যন্ত একটানা ১৭ বছর ২৬ জানুয়ারি তারিখটিতেই স্বাধীনতা দিবস পালন করা হয়।
১৯৪৭ সালো ক্ষমতা হস্তান্তর হয়। লালকেল্লায় ওড়ে তেরঙ্গা পতাকা। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান গৃহীত হয়৷ তখন থেকে ওই তারিখটি উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস হিসাবে। ১৫ আগস্ট পালিত হতে শুরু করে স্বাধীনতা দিবস।