অবিলম্বে মানবিক স্বার্থে ইজরায়েল-হামাস সংঘাত থামানো হোক। রাষ্ট্রসঙ্ঘের জেনারেল অ্যাসেম্বলিতে এই রেজোলিউশন নিয়ে ভোটগ্রহণ হয়। ভোটদানে বিরত থাকল ভারত। রাষ্ট্রসঙ্ঘ যদিও তাঁদের বক্তব্যে হামাস গোষ্ঠীর হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি।
রাষ্ট্রসঙ্ঘে ভারতের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ ও অ্য়াম্বাসাডর যোজনা প্যাটেল গত ৭ অক্টোবর হামাস গোষ্ঠীর হামলা নিয়ে নিন্দা করেন। গাজা সংকটে ভারতের অবস্থান ফের জানান তিনি।
আরও পড়ুন: আকাশে সারি সারি রকেট, গাজা শহরের উত্তরপ্রান্তে হামলা ইজরায়েল সেনার
১২০টি দেশের ভোট পেয়ে রাষ্ট্রসঙ্ঘে রেজোলিউশন পাস হয়ে যায়। ভারত ছাড়া ৪৫টি দেশ ভোট দেয়নি। তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, ইউক্রেন, ইউকে। ১৪টি দেশ এই প্রস্তাব সমর্থনই করেনি। তাদের মধ্যে রয়েছে আমেরিকা, ইজরায়েল।