পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। এর ফলে পেঁয়াজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করা হচ্ছে।
সারা দেশে যে পরিমাণ পেঁয়াজ বিক্রি করা হয় তার মধ্যে সিংহভাগ পেঁয়াজ আসে মহারাষ্ট্র থেকে। কিন্তু চলতি বছরে মহারাষ্ট্রে অকাল বর্ষণের জেরে পেঁয়াজ ফলনে ঘাটতি দেখা দিয়েছে। সেকারণে দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এরপর বিদেশে পেঁয়াজ পাঠালে স্থানীয় বাজারে আরও টান পড়ার সম্ভাবনা রয়েছে। সেকারণে দাম আরও বাড়তে পারে এই আশঙ্কায় রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের একটি দল মহারাষ্ট্রের একাধিক জায়গা পরিদর্শন করে একটি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী দেশের একাধিক হোলসেল বাজারে ৩৮ টাকা থেকে ৪১ টাকা মধ্যে হোলসেল দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জানুয়ারি মাস থেকে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা রয়েছে।