কাতারে ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ডের নির্দেশ। বুধবার কাতারের এক আদালত ৮ অবসরপ্রাপ্ত নেভি অফিসারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। জানা গিয়েছে, দোহায় ভারতীয় দূতাবাস দ্রুত বিষয়টি খতিয়ে দেখছে। এই নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও উদ্বেগপ্রকাশ করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০২২ সালে অগাস্টে ৮ ভারতীয়কে গ্রেফতার করে কাতারের গোয়েন্দা সংস্থা। কী কারণে গ্রেফতার করা হয়, জানানো হয়নি। চলতি সপ্তাহে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার পরই আসল অভিযোগ সামনে আসে।
আরও পড়ুন: থামুক ইজরায়েল-হামাস সংঘাত, রেজোলিউশন পাস রাষ্ট্রসঙ্ঘে, ভোট দিল না ভারত
বুধবার মৃত্যুদণ্ডের সাজা প্রকাশ্যে আসার পর ভারতের বিদেশমন্ত্রকের তরফে এই রায় নিয়ে উদ্বেগপ্রকাশ করা হয়। আর কী আইনি পথ আছে, দেখছে দূতাবাস।