দেশে কোভিড গ্রাফে (India Covid Graph) ওঠা-নামা অব্যাহত । সোমবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের (Covid-19 cases) সংখ্যা কিছুটা কমেছে । রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৮,২৫৭ । সেখানে সোমবারের পরিসংখ্যানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৬,৬৭৮ । কমেছে মৃতের সংখ্যাও । গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু (Covid Death) হয়েছে ২৬ জনের । বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active Covid Cases) ১,৩০,৭১৩ ।
সুস্থতার হার তুলনামূলক কম । গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৪,৬২৯ জন । এই মুহূর্তে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ১৬২ । দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৩২৯ ।
আরও পড়ুন, Body returns from Amarnath : বারুইপুরের বর্ষা ভেসে গেলেন বৃষ্টিতে, অমরনাথ থেকে দেহ এল কলকাতায়
দেশে কোভিডে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৪৫৪ । দৈনিক পজিটিভিটি রেট ৫.৯৯ শতাংশ । দেশে মোট টিকাকরণ হয়েছে ১৯৮ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার ৫৩৭ । এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১১ লাখ ৪৪ হাজার ১৪৫ ।