দেশের দৈনিক কোভিড গ্রাফে (India Covid Daily Graph) ওঠা-নামা অব্যাহত । রবিবারের তুলনায় সোমবার সামান্য কমল দৈনিক সংক্রমণ । তবে বেড়েছে মৃতের (Death Toll) সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২,২০২ জন । একদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের । গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ২,৫৫০ জন ।
দেশে অ্যাকটিভ কেস (Active Covid-19 Cases) নিয়ন্ত্রণে রয়েছে । সোমবারের রিপোর্ট অনুযায়ী, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭,৩১৭ । এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৮২ হাজার ২৪৩ জন কোভিডমুক্ত হয়েছেন । সাপ্তাহিক দৈনিক সংক্রমণের হার এখন ০.৫৯ শতাংশ । দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ।
দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৮০১ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ২৪১ জনের । একদিনে করোনার ভ্যাকসিন পেয়েছেন মোট ৩ লাখ ১০ হাজার ২১৮ জন । দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন মোট ১৯১ কোটি ৩৭ লাখ ৩৪ হাজার ৩১৪ দেশবাসী ।