দেশে দৈনিক কোভিড গ্রাফ ফের নিম্নমুখী (India Daily Covid Graph) । মঙ্গলবার আক্রান্তের সংখ্যা কমল অনেকটাই । ফের দু হাজারের নিচে নেমেছে সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ১,৫৬৯ জন । একদিনে মৃত্যু (Death) হয়েছে ১৯ জনের । সোমবারের তুলনায় কিছুটা কম । গত ২৪ ঘণ্টায় সুস্থ (Recovery) হয়েছেন ২,৪৬৭ জন ।
দেশে অ্যাকটিভ কেস (Active Covid-19 Cases) কমছে । মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬,৪০০ । এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৫ লক্ষ ৮৪ হাজার ৭১০ জন কোভিডমুক্ত হয়েছেন । দেশে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ । দৈনিক সংক্রমণের হার ০.৪৪ শতাংশ ।
দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৩৭০ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ২৬০ জনের । একদিনে করোনার ভ্যাকসিন পেয়েছেন মোট ১০ লাখ ৭৮ হাজার ৫ জন । দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন পেয়েছেন মোট ১৯১ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ৮৫৮ দেশবাসী ।